ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

দূরপাল্লার গাড়ি চলাচলে খুশি নাটোর পরিবহন শ্রমিকরা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৬, ২৪ মে ২০২১

দীর্ঘ ৪৯ দিন পর দূরপাল্লার গাড়ি চলাচল শুরু হওয়ায় খুশি নাটোরের পরিবহন শ্রমিকসহ সাধারণ যাত্রীরা। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তারা।

আজ সোমবার (২৪ মে) সকাল থেকে সরকারি সকল নির্দেশনা মেনে দূরপাল্লার গাড়িগুলো নাটোরের বড় হরিশপুর টার্মিনালসহ বিভিন্ন টার্মিনাল থেকে বিভিন্ন জেলা এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

গাড়িগুলোতে সরকারি নির্দেশনা মেনে প্রতি ২ আসনে একজন করে যাত্রী, যাত্রীদের মাস্ক পরিধান নিশ্চিত ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের মাধ্যমে দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে। 

সেই সঙ্গে, সরকারি নির্দেশনা মেনে ৬০% ভাড়া বাড়িয়ে চলাচল করছে দূরপাল্লার পরিবহণগুলো। তবে এ বিষয়ে যাত্রীদের কোন অভিযোগ জানা যায়নি।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি