ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

কক্সবাজারে দেড় লাখ পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২২, ২৪ মে ২০২১

Ekushey Television Ltd.

কক্সবাজারের রামু-মরিচ্যা সড়কের বোটানিক্যাল গার্ডেন এলাকা থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ২ জনকে আটক করা হয়। আটক মোহাম্মদ আমিন রোহিঙ্গা ও আবুল হাসেম স্থানীয় বাসিন্দা বলে জানায় পুলিশ।

সোমবার  দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এক অভিযানে রামুর মরিচ্যা বোটানিক্যাল গার্ডেন এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করে এবং উদ্ধারকৃত ইয়াবা পাচারকাজে জড়িত দুজনকে আটক করে। 

এ বিষয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, মাদকের ব্যাপারে আগের মতোই জিরো টলারেন্স নীতি রয়েছে পুলিশের। চলমান অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযান আরও জোরদার হবে বলে জানান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীসহ স্থাণয়ি গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি