ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সাড়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা মাঝি আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ১ জুন ২০২১

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবার সবচেয়ে বৃহৎ একটি চালান ধরা পড়েছে। এক রোহিঙ্গা মাঝি মিয়ানমার থেকে ইয়াবার বড় চালানটি এনে নিজ ঘরে মজুদ করে পাচারের অপেক্ষায় ছিল। মাঝির ঘরে অভিযান চালিয়ে ৫ লাখ ৪৬ হাজার ৮৫০টি ইয়াবাসহ তাকে আটক করে র‌্যাব-১৫ এর সদস্যরা।

সোমবার (৩১ মে) মধ্যরাতে বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯নং ক্যাম্পের জি-ব্লক থেকে ইয়াবাসহ গুরা মিয়া (৪৫) নামের ওই মাঝিকে আটক করা হয়।

আটক শুরা মিয়া বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯নং ক্যাম্পের জি-ব্লকের মৃত নুর আহমদের ছেলে। সে ওই ক্যাম্পের হেড মাঝি ছিল। তবে বর্তমানে ক্যাম্পে মাঝির দায়িত্ব নেই বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ লাখ ৪৬ হাজার ৮৫০টি ইয়াবাসহ একজন সাবেক ক্যাম্প মাঝিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি