ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

অভ্যন্তরীণ সড়ক নির্মাণ, বিজিবি-বিএসএফ বৈঠকেও মেলিনি সমাধান

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪০, ৩ জুন ২০২১

বাংলাদেশের অভ্যন্তরীণ একটি সড়ক নির্মাণে বাধা দেয় ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। দীর্ঘ সাত মাস ধরে জটিলতা নিরসনে বিজিবি-বিএসএফ একাধিকবার পতাকা বৈঠক করলেও মেলেনি সমাধান। এতে সড়ক ব্যবহারকারী মানুষের ভোগান্তির অন্ত নেই।

মিরসরাই উপজেলা প্রকৌশল অফিস জানায়, সড়কটির দৈর্ঘ্য ১ হাজার মিটার। ২০২০ সালের নভেম্বর মাসে এ সড়কে ব্রিক সলিং টেন্ডার প্রক্রিয়া শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ সড়কের ৫শ’ মিটার কাজ শেষ হওয়ার পর হঠাৎ নোম্যান্স ল্যান্ড আখ্যা দিয়ে সড়ক নির্মাণে বাধা দেয় বিএসএফ। পরে বিষয়টি সমাধানে একাধিকবার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক করলেও তা আজও সুরাহা হয়নি।

এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘সাত মাস ধরে সড়কটির কাজ বন্ধ রয়েছে। ৫শ’ মিটার কাজ শেষ করার পর বিএসএফ’র আপত্তির কারণে গত ৭ মাস কোন কাজ হয়নি। আমরা এ বিষয়ে বিএসএফকে আনুষ্ঠানিক চিঠি দিচ্ছি। আশা করছি, শীঘ্রই এ সমস্যার ভালো সমাধান হবে।’ 

এদিকে উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পর থেকে অলিনগর খন্দকার ওবায়েদুর রহমান নামের এ সড়কে বাংলাদেশী লোকজন যাতায়াত করে আসছে। এ সড়কে যাতায়াত করতে না পারলে বিজিবিও তাদের নিয়মিত রুটিন টহল ঠিক রাখতে পারবে না। এর আগে বিএসএফ সড়কটি সম্পর্কে এ ধরণের কোন বাধা দেয়নি। হঠাৎ তারা কেন বাধা দিচ্ছে স্থানীয়দের তা জানা নেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অলিনগরসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। নির্মাণ কাজ বন্ধ থাকায় গ্রামবাসীরা দারুণ ভোগান্তিতে পড়েছে। হাট-বাজার থেকে শুরু করে জরুরি খাদ্যশস্য আনা-নেয়া করতে পারছে না। এলাকাবাসী চায় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিবেশী দেশ ভারতের সাথে কথা বলে সুষ্ঠ সমাধান।

স্থানীয় করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন জানান, এটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। অলিনগরসহ কয়েকটি গ্রামের একমাত্র চলাচলের রাস্তা। এ বিষয়ে আমি অলিনগর বিজিবি ক্যাম্পের কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। তারাও এটি নিয়ে বিএসএফ’র সাথে বেশ কয়েকবার পাতাকা বৈঠকও করেছে।

সড়ক নির্মাণ কাজ বন্ধ থাকা এবং বিএসএফ’র বাধাদান প্রসঙ্গে মিরসরাইয়ের অলিনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মাজেদুল ইসলাম বলেন, ‘আমরা সড়ক নির্মাণ প্রসঙ্গে বিএসএফ’র ক্যাম্প কমান্ডার বরাবরে একটি চিঠি দিয়েছি। তাদের সাথে আমাদের বৈঠকও হয়েছে। করোনা পরিস্থিতির দরুন সমাধান সম্ভব হয়নি। আশার করছি, শীঘ্রই বিএসএফ সড়ক নির্মাণে আপত্তি তুলে নিবে।’

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি