ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় জাল টাকাসহ গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৩, ১৪ জুন ২০২১

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাল টাকাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার  রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রাম থেকে ১০০ টাকার ১০৫টি জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়। 

সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাকৃতরা হলেন, উপজেলার মোগড়া ইউনিয়নের জাঙ্গাল গ্রামের হারিছ মিয়ার ছেলে ওবায়দুল হক (৩৮) ও তার স্ত্রী জাহানারা বেগম কমলা (৩৫)। 

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ওবায়দুল হকের বিরুদ্ধে আখাউড়া থানায় ডাকাতি, অস্ত্র ও অপহরণের ৪টি মামলা রয়েছে বলে ওসি জানান।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি