ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রাজবাড়ীতে করোনায় আরও ২২ জন শনাক্ত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৪, ১৫ জুন ২০২১

রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ২২ জন। নমুনা পরীক্ষায় রাজবাড়ীর ৫ উপজেলার ৩টিতেই তাদেরকে শনাক্ত করা হয়। 

মঙ্গলবার (১৫ জুন) গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে র‌্যাপিড এ্যান্টিজেন পরীক্ষায় ২১ জন ও আইসিডিডিআরবিতে পিসিআর টেস্টে ১ জনসহ মোট ২২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায় বলে জানান রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন।

এর মধ্যে সদর উপজেলায় ১৮ জন, গোয়ালন্দে ২ জন ও কালুখালীতে ২ জন রয়েছেন। গত ১০ ও ১৪ জুন  ৬৫টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে র‌্যাপিড এ্যান্টিজেন পরীক্ষায় ২১ জন ও আইসিডিডিআরবিতে পিসিআর টেস্টে ৩৫টি নমুনা পরীক্ষায় ১ জনসহ মোট ২২ দেহে করোনা পজিটিভ পাওয়া যায়।

এ নিয়ে জেলায় করোনায় মোট শনাক্ত হয়েছে ৪২৯০ জন। তার মধ্যে সুস্থ্য হয়েছে ৪১২৯ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসা গ্রহণ করছেন ১১৪ জন। হাসপাতালে ১০ জনকে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি