ঢাকা, রবিবার   ১৩ অক্টোবর ২০২৪

কোম্পানীগঞ্জে করোনায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৬, ২৯ জুন ২০২১

করোনাভাইরাসের প্রাদুর্ভাব জনদুর্ভোগ ঠেকাতে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিশেষ উদ্যোগ সারাদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায়, সরকারের ঘোষিত লকডাউন কার্যকর করতে বসুরহাট বাজারে, কার্যক্রম পরিচালনা করেন মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার (২৯ জুন ) সকালে খাদ্য সামগ্রী বিতরণ বিতরণের উদ্বোধন করলেন মেয়র।

লকডাউনে ক্ষতিগ্রস্ত গরিব অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি'র সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলার ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তার উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মেয়র আবদুল কাদের মির্জা । 

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সহ-সভাপতি হাসান ইমাম বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল হক,প্যানেল মেয়র নূর হোসেন ফরহাদসহ কাউন্সিলরবৃন্দ।

মেয়র আব্দুল কাদের মির্জা বলেন, অসহায় মানুষের পাশে কেউ থাকেনা,আসলে বড় বড় ব্যবসায়ী যারা তারা ঘরে ঢুকে থাকে কেউ দুই টাকা দান অনুদান করেনা ,প্রত্যেকটা সমাজের ধনি শ্রেণীর মানুষগুলো যদি গরিবদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের সমাজ থেকে অসহায় মানুষের আর্তনাদ দূর হবে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি