ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

মাদারীপুরে বেড়েছে যানবাহন ও মানুষের যাতায়াত

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ২৪ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে মাদারীপুরে বেড়েছে ছোট যানবাহন ও মানুষের যাতায়াত। তবে আজও কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী ও প্রশাসন। মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। 

শনিবার (২৪ জুলাই) সকাল থেকে মাঠে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। জরুরি যানবাহন ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার যাত্রীবাহী যানবাহন। তবে বাজারগুলোতে মানুষের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে।

বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষও জানিয়েছে জরুরি পরিবহন নিয়ে ফেরি চলাচল করছে। বন্ধ রয়েছে লঞ্চ ও স্পীডবোট। 

মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৩৯ জন। শনাক্তের হার ৪০ দশমিক ৬২ ভাগ। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৩ হাজার ২শ’ ৩ জন। আর মোট মৃত্যু ৪৯ জন। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি