ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বাল্যবিয়ে ও অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি সম্পর্কে সেমিনার

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:১৭, ১২ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

তরুণ-তরুণীদের মাঝে বাল্য বিয়ে প্রতিরোধ, অল্প বয়সে গর্ভধারণের ঝুঁকি এবং পরিকল্পিত পরিবার গঠনের সুবিধা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সেমিনার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ বেতারের উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ সভাকক্ষে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ‘তারুণ্য কণ্ঠ’ নামে এই সেমিনার আয়োজন করা হয়।

বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার কাশ্মির সুলতানা, সাংবাদিক অপূর্ব রায়, শিক্ষক, অভিভাবক ও দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থী। 

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি