ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

সাড়ে চার মাস পর খুলে গেল বঙ্গবন্ধু সাফারি পার্ক

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৬, ২০ আগস্ট ২০২১ | আপডেট: ১১:৫৭, ২০ আগস্ট ২০২১

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সাড়ে চার মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার থেকে দর্শনার্থী ও পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি। 

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তাবিবুর রহমান জানান, গত ৩ এপ্রিল থেকে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর সংক্রমণ কমে আসার কারণে গতকাল পার্কটি খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। 

তিনি আরও জানান, আগত দর্শনার্থীদের সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পার্কে প্রবেশ করতে হবে। পূর্বের ন্যায় দর্শনার্থীরা পার্কে সব ধরণের পশুপাখি দেখতে পারবেন।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি