ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

গাজীপুরে পোশাক শ্রমিকদের দ্বিতীয় ডোজ টিকাদান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৭, ২৬ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরে কারখানায় গিয়ে শ্রমিকদের করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের মৌচাক সাদমা গ্রুপের দুটিসহ চারটি পোশাক কারখানায় সিনোফার্মার টিকা দিয়েছে স্বাস্থ্যবিভাগ।

কোরবানির ঈদের আগে সিটি কর্পোরেশনসহ উপজেলা পর্যায়ে ৯টি কারখানায় প্রথম ডোজের প্রায় ২০ হাজার টিকা দেয়া হয়। ২৮ দিন পর ওই কারখানাগুলোতেই শ্রমিকদের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হচ্ছে।

কারখানা শ্রমিকরা বলেছেন, কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সহজেই টিকা পেয়ে তারা খুশি।

এদিকে, সাদমা গ্রুপের কারখানায় টিকা দেয়ার পর বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে পাঠায় কারখানা কর্তৃপক্ষ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি