ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

চটপটি খেতে গিয়ে জাল নোটসহ আটক ১

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁর ধামইরহাটে চটপটি খেতে গিয়ে ৩ হাজার ৬৫০ টাকার জাল নোটসহ ধরা খেলেন মো. আব্দুল মজিদ (৫৫) নামের এক জন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফতেপুর বাজার থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত মো. আব্দুল মজিদ পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার পাটি আমলাই নামক গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, ঘটনার দিন রাত ৯টায় উপজেলার ফতেপুর বাজারের এক দোকান থেকে চটপটি ক্রয় করেন আব্দুল মজিদ। পরে ওই দোকান মালিককে চটপটির দাম হিসেবে ১শ টাকার একটি নোট দেন। পরে নোটটি দোকান মালিকের কাছে সন্দেহজনক মনে হলেও অভিযুক্ত টাকাটি বৈধ টাকা বলে চালানোর চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোট ৩ হাজার ৬৫০ টাকার জাল নোটসহ আসামিকে আটক করেন। এসময় আসামি দীর্ঘদিন জাল টাকার ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেন।

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মমিন জানান, আসামির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং মামলার প্রেক্ষিতে শুক্রবার জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি