ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ২৪ সেপ্টেম্বর ২০২১

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাড়কের কালিহাতীতে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকাস্থ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কালিহাতী উপজেলার এলেঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. রাসেল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মফিজ অ্যাগ্রো ফুডসের একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ঢাকার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক ওই সময়েই পাবনা থেকে ছেড়ে আসা জামালপুরগামী নাইফ পরিবহনের বাসের সঙ্গে পরে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং গুরুত্বর আহত অবস্থায় চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. নবীন বলেন, হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় বাকি তিনজনকে ভর্তি করা হয়েছে। এখনো হতাহতদের কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি