ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

হিলিতে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৬, ১৭ নভেম্বর ২০২১

বিদেশ থেকে তেলের আমদানি নির্ভরতা কমাতে ও দেশে সরিষার উৎপাদন বৃদ্ধিতে দিনাজপুরের হিলিতে প্রান্তিক পর্যায়ের ৯৬০ জন কৃষককে বিনামুল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২০২১-২২ অর্থ-বছরে রবি মৌসুমে সরিষার উৎপাদন বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসুচি আওতায় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্য এসব সার ও বীজ বিতরণ করা হয়।

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম তাদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করেন। এ সময় ৯৬০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে ড্যাপ সার, ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। সেই সাথে কৃষি অফিসের পক্ষ থেকে সকল কৃষককে সরিষার চাষাবাদ পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়।

এসময় সেখানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার আরজেনা বেগম, কৃষি সম্প্রসারন অফিসার মেজবাহুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধূরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি