ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

সেদিন সন্তুষ্ট হব, যেদিন সাজা কার্যকর হবে: সিনহার বড় বোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ৩১ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায়ে প্রধান দুই আসামির সর্বোচ্চ সাজা হলেও সাত আসামি খালাস পাওয়ায় পুরো প্রত্যাশা পূরণ হয়নি বলে প্রতিক্রিয়া জানিয়েছেন সিনহার বড় বোন, মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস।

সোমবার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সেদিনই আমরা সন্তুষ্ট হব, যেদিন সাজা কার্যকর হবে।”

করোনাভাইরাস মহামারীর শুরুর দিকে ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মো. রাশেদ খানকে।

তিনি ছিলেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। স্বেচ্ছায় অবসর নেওয়ার পর ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র বানাতেন তিনি। এ জন্যই কয়েকজনের একটি দলের সঙ্গে কক্সবাজার গিয়েছিলেন।

সিনহা খুন হওয়ার পর ওসি প্রদীপ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ নয়জন পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা করেন তার বড় বোন শারমিন। তদন্ত শেষে ১৫ জনের বিচার শুরু করে আদালত।

সোমবার সেই মামলার রায়ে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে তিন পুলিশ সদস্য এবং পুলিশের তিন সোর্সকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

মামলার ১৫ আসামির মধ্যে বাকি চার পুলিশ সদস্য এবং তিন এপিবিএন সদস্যকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায়ের পর সিনহার বোন বলেন, “প্রথম থেকে আমরা ওসি প্রদীপ ও লিয়াকতের সর্বোচ্চ সাজা দাবি করেছি। সেটা আজকে রায়ে দেখেছি, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। তবে যে সাতজন একদম খালাস পেয়েছেন, তাদের কিছুটা সাজা হলেও দেওয়া যেত। কারণ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা ছিল।”

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি