ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

বেগমগঞ্জে বিদেশি অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩১, ১১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় অস্ত্রধারী দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, চাইনিজ কুড়াল, ফোল্ডিং ছোরা, চকলেট বোমা, দুটি দেশি ছোরা ও দুটি বেটন লাঠি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর গ্রামের ভূইয়া বাড়ির তোফাজ্জল হোসেনের ছেলে মো. কাউসার (২০) ও রুদ্রপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো. সায়েম (১৯)। 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহীদুল ইসলাম পিপিএম। 

তিনি বলেন, আসামিরা জায়গা দখলের উদ্দেশ্যে জনৈক ইকবাল হোসেনের ওপর অস্ত্রসহ হামলা করে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে ধাওয়া করে গ্রেফতার করে। এসময় তাঁদের কাছ থেকে বিদেশি পিস্তল, চাইনিজ কুড়াল, ফোল্ডিং ছোরা, চকলেট বোমা, দুটি দেশি ছোরা ও দুটি বেটন লাঠি উদ্ধার করে পুলিশ।  

শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয় বলেই জানান এই পুলিশ কর্মকর্তা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি