ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

রাজশাহীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৯, ২৪ মার্চ ২০২২

Ekushey Television Ltd.

রাজশাহীর গোদাগাড়ীতে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ডাইংপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এলাকাবাসী ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখান থেকে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। 

ওসি আরও বলেন, তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি।কী কারণে বা কীভাবে মৃত্যু হয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত চলছে। এছাড়াও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি