নোয়াখালীতে দুই দিনব্যাপী শিশু মেলা
প্রকাশিত : ১৬:৫০, ৩১ মে ২০২২

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে গণযোগাযোগ অধিদপ্তরের ও জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম” এর আওতায় নোয়াখালীতে দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলার কবিরহাট উপজেলার কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন।
এসময় জেলা সিনিয়র তথ্য অফিসার আবদুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক রায়হান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইদুল ইসলাম।
মেলায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনদর্শন এবং বাল্য বিবাহ, ইভটিজিং, গুজব, অপপ্রচার, মাদক প্রতিরোধ, অটিজমসহ শিশু ও নারীদের উন্নয়নে বিভিন্ন বিষয়ের উপর জনসচেতনতামূলক প্রদর্শণীর স্টল দেওয়া হয়েছে।
কেআই//
আরও পড়ুন