ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনায় চরে উঠে গেল ফেরি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:১১, ১৭ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা নদীর চরে আটকা পড়েছে লক্ষ্মীপুর থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি কনকচাপা। 

শনিবার (১৬ জুলাই) রাত ১১টার দিকে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাট থেকে আধা কিলোমিটার দূরে আটকা পড়ে ফেরিটি। এতে দুটি মালবাহী ট্রাক ছাড়া কোন যাত্রী ছিল না।

খোঁজ নিয়ে জানা গেছে, রাতে দুটি মালবাহী ট্রাক নিয়ে ফেরিটি মজুচৌধুরীর হাট ঘাট থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। ঘাট থেকে আধা কিলোমিটার দূরে পৌঁছানোর পরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি মেঘনায় জেগে উঠা চরে উঠে যায়।

মজুচৌধুরীর হাট ফেরি ঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু জানান, ঘটনাটি তার জানা নেই। তিনি খোঁজ নেওয়ার চেষ্টা করছেন।  

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি