ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

লিকেজ থেকে আগুন, ব্রাহ্মণবাড়িয়ার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৩, ১৩ আগস্ট ২০২২ | আপডেট: ১৯:৫৮, ১৩ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহের লাইনে পাইপ লিকেজের কারণে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে শহরের পুনিয়াউট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

এসময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের সৃষ্টি হয় যানজট। পরে দমকল বাহিনীর সদস্যরা ১ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, লাইনে অগ্নিকাণ্ডের ফলে শহরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। 

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে সড়কের পাশ দিয়ে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ চলছে। শনিবার দুপুরের দিকে নতুন খুঁটিতে ঝুলন্ত তারের সংঘর্ষ হয়ে আগুনের ফুলকি মাটিতে পড়ে। এতে লিকেজ থাকা গ্যাস সরবরাহের পাইপে আগুন ধরে যায়। মুহূর্তে আগুনের চাপ বাড়তে থাকে। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে দমকল বাহিনীর সদস্যরা আসেন। খবর পেয়ে গ্যাস ফিল্ডের সদস্যরাও ঘটনাস্থলে আসেন। গ্যাস ফিল্ডের লোকজন লাইন বন্ধ করলে দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা পর দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, খবর পেয়ে আমারা ঘটনাস্থলে যায়। পরে গ্যাস ফিল্ডের লোকজন সংযোগ বন্ধ করলে আমরা এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। 

এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিউল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোকজন পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘাটুরা থেকে পুনিয়াউট পর্যন্ত গ্যাস সংযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। লাইন সংস্কারের পর পুনরায় গ্যাস সংযোগ চালু করা হবে বলে তিনি জানান।
কেআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি