ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আলী ওরফে নীরব (৮) নিহত হয়েছে। শুক্রবার সন্ধা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নীরবের মৃত্যু হয়। 

নিহত নীরব ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের মাঝের পাড়ার সাদেক আলীর ছেলে ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার গোপালপুর দারুল উলুম কওমী মাদ্রাসার নূরানী দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। এর আগে শুক্রবার দুপুরে মাদ্রাসার সামনে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নীরবের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের লাশ রাখা ঘরে রাখা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি