ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ট্রেনের ধাক্কায় কলেজছাত্রী নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১২, ২৯ সেপ্টেম্বর ২০২২

রেহেনা পারভীন দৃষ্টি

রেহেনা পারভীন দৃষ্টি

Ekushey Television Ltd.

ট্রেনের ধাক্কায় রাজবাড়ী সরকারি কলেজের অনার্সে পড়ুয়া ছাত্রী রেহেনা পারভীন দৃষ্টি (২৩) নিহত হয়েছেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রেহেনা পারভীন দৃষ্টি রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা টিএ্যান্ডটি পাড়ার মৃত রুহুল আমিন ভূঁইয়ার মেয়ে।

রাজবাড়ী রেলওয়ে থানা ও নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যার দিকে দৃষ্টি রাজবাড়ী বাজারের ২নং রেলগেট এলাকার অদূরে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাবার সময় গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পোড়াদাহগামী ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। উদ্ধার করে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

হাসপাতালে নেওয়ার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার পথেই দৃষ্টি মারা যায়। বিষয়টি রাজবাড়ী থানা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি