ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪

‘এস এম সুলতান নৌকাবাইচ’ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১৫, ২২ অক্টোবর ২০২২

চারিদিকে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ‘এস এম সুলতান নৌকাবাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নড়াইলের চিত্রা নদীর শেখ রাসেল সেতু এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাসহ অনেকে।

এ উপলক্ষে নড়াইলের চিত্রা নদীসহ সর্বত্র সৃষ্টি হয় উৎসবের আমেজ। হাজারো মানুষ উপভোগ করেন এ নৌকাবাইচ প্রতিযোগিতা। নড়াইল ছাড়াও খুলনা, মাগুরা, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীসহ আশেপাশের এলাকা থেকে ১৮টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে নারীদের তিনটি এবং পুরুষদের ১৫টি নৌকাবাইচের দৃশ্য মুগ্ধ করে সবাইকে।

এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইলের চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে নৌকাবাইচ শুরু হলেও সকাল থেকেই নড়াইলে উৎসবের আমেজ সৃষ্টি হয়। চিত্রা নদীর দুই পাড়সহ গাছপালা, বাসাবাড়ির ছাদ ছাড়াও যে যার সুবিধা মতো এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। এ উপলক্ষে সেতু চত্বর, বাঁধাঘাটসহ চিত্রা নদীপাড়ের বিভিন্ন এলাকায় গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।  

আবহমান গ্রামবাংলার ঐহিত্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা সুষ্ঠু সুন্দর পরিবেশে সম্পন্ন করায় খুশি আয়োজকরা। সুষ্ঠু ধারার এই গ্রামীণ সংস্কৃতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক-এমন প্রত্যাশা বিভিন্ন পেশার মানুষের। 

 
এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী ‘সুলতান উৎসব’ শনিবার শেষ হয়েছে। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের উদ্যোগে সুলতান মঞ্চ চত্বরে ‘সুলতান উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি