ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

মোংলা বন্দরের সুযোগ-সুবিধা বাড়াতে প্রকল্প গ্রহণ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৮, ২৩ নভেম্বর ২০২২

মোংলা বন্দর এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। বন্দর উন্নয়নের স্বার্থে বেশ কয়েকটি প্রকল্প ইতোমধ্যে শেষ হয়েছে, আরও কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যা শেষ হলে বন্দরের সক্ষমতা আরও কয়েকগুণ বেড়ে যাবে। 

বুধবার (২৩ নভেম্বর) আমাদানিকারক ব্যবসায়ীদের নিয়ে কো-অর্ডিনেশন সভায় এ তথ্য জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। 

তিনি বলেন, মোংলা বন্দরের সক্ষমতা ও সুবিধাদি দেখে আমদানিকারক ব্যবসায়ীরা মুগ্ধ হন এবং তারা আরও ব্যপক হারে মোংলা বন্দর ব্যবহার করবেন বলেও জানান।

এসময় মোংলা বন্দরের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং সক্ষমতার উপর বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার একটি প্রেজেন্টেশন দেন। 

প্রেজেন্টেশন শেষে উপস্থিত ইনভেস্টরা বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা বলেন। কাস্টমসের সহযোগিতা নিয়ে তা দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

সভায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মোঃ মাহাবুব সিদ্দিক, কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ নেয়াজুর রহমানসহ ইপিজেডের এক্সিকিউটিভ ডিরেক্টর, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চীন, কোরিয়া, ইন্ডিয়াসহ ইপিজেডের বিভিন্ন আমদানিকারকরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি