বরগুনায় বীর মুক্তিযোদ্ধা দিবস পালিত
প্রকাশিত : ১১:২৯, ১ ডিসেম্বর ২০২২
বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও জেলা প্রশাসক হাবিবুর রহমানের নেতৃত্বে র্যালি শুরু হয়।
র্যালিতে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং মুক্তিযোদ্ধাদের সন্তানেরা অংশ গ্রহণ করেন। মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে র্যালিটি।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বরগুনায় দিবসটি পালিত হয়েছে।
এএইচ
আরও পড়ুন










