ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

আখাউড়ায় বিজিবির শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪০, ১৬ ডিসেম্বর ২০২২

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ ও তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
    
উপজেলার গঙ্গাসাগরে বিজিবি-৬০ ব্যাটালিয়ন উপজেলার গঙ্গাসাগর ও খারকুট গ্রামের পাঁচশত শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করেন ও উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ মাঠে অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।
    
গঙ্গাসাগরে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ।
    
খারকুটে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন ৬০ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ নূরুল আবছার।
    
মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ মাঠে অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেন ক্যাপ্টেন মোহাম্মদ মঈনুল ইসলাম রিফাত।
    
এ ব্যাপারে বিজিবি ৬০ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর মুহাম্মদ নূরুল আবছার বলেন, আমরা সব সময়ই সাধারণ মানুষ নিয়ে কাজ করি। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।
    
এ ব্যাপারে বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই বিশেষ দিনে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। এরই অংশ হিসেবে কম্বল বিতরণ ও চিকিৎসা সেবা দেওয়া হয়।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি