ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

গাজীপুরে মাইক্রোর চাপায় পথচারী আহত, সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৭, ১৯ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাইক্রোবাসের চাপায় এক পথচারী আহতর জেরে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। 

সড়ক অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সোমবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই পথচারীর বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন জানান, সকাল ৮টার দিকে ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস ভোগড়া বাইপাস এলাকায় সড়ক পারাপারের সময় এক পথচারীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আহত ওই পথচারী শ্রমিক মারা গেছেন এমন গুজবে আশেপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে আধ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি