ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

গাজীপুরে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০০, ২২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গী রেলব্রিজের ওপর মালবাহী ট্রেনের একটি বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে বন্ধ রয়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ ও উত্তর-পশ্চিমাঞ্চলমুখী রেল লাইন। 

তবে এক পাশে বন্ধ থাকলেও বিকল্প উপায়ে ডাউন লাইনে উভয়মুখী ট্রেন চলাচল করছে। এতে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করছেন ট্রেনের যাত্রী ও রেলকর্তৃপক্ষ। 

টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, দুপুর ২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদীর ওপর টঙ্গী রেল ব্রিজ পার হওয়ার সময় পেছনের দিকের একটি বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়। 

রেল পুলিশ জানিয়েছে, রেল লাইন সচল করার জন্য রেল কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরো এক ঘন্টা সময় লাগতে পারে রেল লাইন সচল করার জন্য। টঙ্গী রেলস্টেশন ও বিমানবন্দর রেল স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি