ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ২৯ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৩:৩২, ২৯ ডিসেম্বর ২০২২

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১১টার দিকে টেকনাফ হোয়াইক্যং চাকমারকুল ২১নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটেছিল।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ রোকন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এনজিও সংস্থা ব্র্যাকের একটি অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন কাজ করতে শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ব্র্যাক অফিসের গুরুত্বপূর্ণ কিছু জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে। 

ক্যাম্পের বাসিন্দা মো. সাইফুল জানান, ব্র্যাকের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাতাস থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের অনেক তীব্রতা ছিল। ব্র্যাকের অফিস থেকে ঘরের দূরত্ব থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
 
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, শুধু একটি ব্র্যাকের রানিং সেন্টারে আগুন লেগেছিল। তবে এখন নিয়ন্ত্রণে আছে।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি