ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

গাজীপুরে দুই দিনব্যাপী চাকরি মেলা উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০০, ৭ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী চাকরি মেলা। চাকরিদাতা ও চাকরি প্রার্থীদের মধ্যে সংযোগ স্থাপনের সুযোগ তৈরির জন্য এ মেলার আয়োজন করা হয়। 

শনিবার সকাল থেকে মেলা প্রাঙ্গণে দেখা গেছে চাকরি প্রার্থীদের ভিড়।

জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। 

গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের রাজবাড়ি মাঠে আয়োজিত মেলায় তৈরি পোশাক, ওষুধ, খাদ্যপণ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল বসেছে। 

আগামীকাল রোববার শেষ হবে মেলার আনুষ্ঠানিকতা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি