ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস, ১৮ জেলায় বইছে শৈত্যবাহ

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১০:০০, ১২ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.


শীতে বিপর্যস্ত দেশের উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলের ১৬ জেলা ছাড়াও দক্ষিণ-পশ্চিমের যশোর ও চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মারা গেছেন একজন। প্রচণ্ড শীতে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী ২ দিন দেশের কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শীতে জবুথবু উত্তরাঞ্চল। যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগে শীতের তীব্রতা বেড়েছে। দেশের ১৮ জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত এসব অঞ্চলের মানুষ। সড়কে মানুষের উপস্থিতি তেমন না থাকায় আয় রোজগার কমে বিপাকে পড়েছেন রিক্সাচালকরা। 

আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন এক নারী। গত ২৪ ঘণ্টায় দগ্ধ হয়েছেন ৮ জন। বিভিন্ন সময় দগ্ধ হয়ে চিকিৎসাধীন মোট ৩১ জন। 

এদিকে চরাঞ্চলে কুয়াশা ও শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ক্ষতি হচ্ছে সরিষা, ডালসহ অন্য ফসলের।

ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি