ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, বাবা-মেয়েসহ নিহত ৩

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৯, ১৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে বদনীভাঙা-গাজীপুর আঞ্চলিক সড়কে লাকড়ি বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন।

বুধবার রাতে মাওনার বদনীভাঙা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নুরল ইসলাম বাবুল, তার ৫ বছরের মেয়ে মোছা: নুসরাত। অপরজন নুসরাতের নানী মোছাঃ বাছিরুন নেছা।

পুলিশ জানায়, বাবুল তার মেয়ে ও শাশুড়িকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। বদনীভাঙা এলাকায় তাদের বহনকারী মোটরসাইকেলটি লাকড়ি বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে বাবুলের শাশুড়ি বাছিরনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান নুসরাত। 

আর বাবুল মিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয় । ঘাতক ট্রাকটি জব্দ করে জনতা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি