ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৮, ২২ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে আবদুর রহিম ও মো. জলিল হোসেন মালেক ওরফে মানিক নামে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির সাড়ে তিন হাজার টাকা জব্দ করা হয়।

রোববার বিকেল ৪টার দিকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ম্যাজিস্ট্রেট আদালতের এক কর্মচারির বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, নোয়াখালী সদর উপজেলার আইয়ুবপুর গ্রামের মো. আবদুর রহিম (৩৯), তিনি জেলা জজ আদালতের একজন চালক ও কাদিরহানিফ পশ্চিম রাজারামপুর গ্রামের মো. জলিল হোসেন মালেক ওরফে মানিক (৩২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ম্যাজিস্ট্রেট আদালতের এক কর্মচারির বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ওই বাসা থেকে আবদুর রহিম ও জলিল হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করে এবং তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে ইয়াবা বিক্রির সাড়ে ৩ হাজার টাকাও পাওয়া যায় তাদের কাছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন পর্যন্ত তারা ইয়াবা বিক্রির সঙ্গে যুক্ত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে কম মূল্যে ক্রয় করে এবং তা নোয়াখালীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি