ঢাকা, বুধবার   ২৭ সেপ্টেম্বর ২০২৩

তালাবদ্ধ ঘরে মা-ছেলের মরদেহের রহস্য উদঘাটন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৯, ১১ ফেব্রুয়ারি ২০২৩

গাজীপুরের শ্রীপুরে মা ও পাঁচ বছরের শিশুকে হত্যার ঘটনার এক মাস পর হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাতে চাঞ্চল্যকর এই জোড়া হত্যার রহস্য উদঘাটন হয়েছে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে রুবিনা ও জিহাদকে হত্যা করে আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা থেকে রহমত আলীকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন।

তিনি জানান, গত ৩ জানুয়ারি মাওনার অবদামোড় এলাকায় রুবিনা আক্তারকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের চেষ্টা করেন রহমত আলী। পরে পাশে থাকা ৫ বছরের শিশু জিহাদ ঘুম থেকে জেগে ওঠায় তাকে গলা টিপে হত্যা করে। ঘটনাটি ধামাচাপা দিতে রুবিনাকেও হত্যা করে রহমত। 

পরে পুলিশ খবর পেয়ে হত্যার ৩ দিন পর তালাবদ্ধ ঘর থেকে রুবিনা আক্তার ও শিশু জিহাদের মরদেহ উদ্ধার করে এবং আসামিকে গ্রেপ্তার করতে তদন্তে নামে পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভারত সীমান্তবর্তী ঝিনাইদহের মহেশখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি