ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

বিস্ফোরণে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ৫ মার্চ ২০২৩ | আপডেট: ১৪:৫৭, ৫ মার্চ ২০২৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণের ঘটনায় হতাহতের পরিবারকে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। এদিকে, ঘটনাস্থলে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। 

রোববার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান শুরু করে কুমিরা স্টেশনের সদস্যরা। তবে, দুপুর পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে আর কোনো মৃতদেহ পাওয়া যায়নি। 

এদিকে, সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিস্ফোরক অধিদপ্তরের সদস্যরা। পরিদর্শন করেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও। 

দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়। 

এই দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য ২৫ হাজার টাকা, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকা করে এবং আহত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে আর্থিক সহায়তা ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসা বিস্ফোরক অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। 

শনিবার বিকেলে কদমরসুল এলাকার কেশবপুরে সীমা অক্সিজেন কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৬ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি