ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বেপরোয়া গতির বাস খাদে পড়ে শিশু নিহত, মা গুরুতর

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৬, ৮ মার্চ ২০২৩

পটুয়াখালীতে ইকোনো পরিবহনের বেপরোয়া গতির একটি বাস খাদে পড়ে রোজা (১০) নামের এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। 

বুধবার ভোররাতে পটুয়াখালী সেতুর উত্তর পাদদেশে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত রোজা কুড়িগ্রাম জেলার মুক্তারাম গ্রামের রিয়াজের মেয়ে। সে পরিবারের সঙ্গে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিল।

বাসের যাত্রী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে বাসটি আবদুল্লাপুর থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ভোররাতে সেতুর পাদদেশে বেপরোয়া গতিতে একটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। 

তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রোজাকে মৃত ঘোষণা করেন। আহত সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এদিকে নিহত শিশু রোজর মা গুরুতর অসুস্থ থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

পটুয়াখালী সদর থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, গাড়ির চালক ও হেলপারসহ আহত সবাই হাসপাতালে ভর্তি রয়েছে। বাসটি আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি