ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ভারতীয় জাল রুপি-টাকাসহ গ্রেপ্তার ৪

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৮, ২৮ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরে জাল ভারতীয় রুপি ও বাংলাদেশী জাল টাকা ক্রয়-বিক্রয় চক্রের চার জনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।  

মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর পুলিশের ডিসি ডিবি (মিডিয়া) মোহাম্মদ ইব্রাহিম খান।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের সদর থানার দক্ষিণ সালনা এলাকায় মাজাহরুল ও সবুজ নামের দুজনকে সন্দেহবশত গ্রেফতার করে পুলিশ। তাদের হাতে শপিং ব্যাগ ও লুঙ্গির পেছনে গোজা ৫টি বান্ডিলের মধ্যে ভারতীয় ৩ লাখ ৪৪ হাজার জাল রুপি এবং বাংলাদেশী ৬ লাখ ৯২ হাজার জাল টাকা জব্দ করে পুলিশ।

পরে গ্রেফতাকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বাহাদুরপুর শিকদারবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে খোরশেদ আলম (গিট্টু) ও সালেক নামের আরেক সহযোগীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। 

দুপুরে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি