ঢাকা, বুধবার   ২৭ সেপ্টেম্বর ২০২৩

গাজীপুরে প্রবল বর্ষণ, সড়কে জলাবদ্ধতার সৃষ্টি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৯, ২৯ মার্চ ২০২৩

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় প্রবল বর্ষণ হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাংশে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

বুধবার সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ঘনবর্ষণে মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় পানি জমে যায়। এতে গাজীপুরমুখী একাংশে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। 

সেই সঙ্গে সড়ক উপচে ফুটপাতে পানি উঠে যাওয়ায় মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

মহাসড়কের পাশে ডেনে পানি প্রবাহে বাঁধার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি