ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘোড়াশালে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত-৪

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ২০:১২, ৩০ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

নরসিংদীর পাঁচদোনা-টঙ্গী সড়কের টান ঘোড়াশালে সিএনজি চালিত অটোরিক্সা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরক্সিার আরো ৪ যাত্রী গুরুতর আহত হয়। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সুরেন্দ্র নাথের ছেলে পঙ্কজ (৪০) এবং অজ্ঞাত এক নারী। 

পুলিশ জানায়, পাঁচদোনা থেকে যাত্রী বোঝাই করা সিএনজিটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টান ঘোড়াশাল এলাকায় একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পঙ্কজ নিহত হয়। এসময় দুই নারীসহ আরো চার জনকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানো অজ্ঞাত আরেক নারী নিহত হয়।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পলাশ থানায় প্রেরণ করেছে। আহতদের মধ্যে আরেক নারী নিহতের খবর পেয়েছি। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দূর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও সিএনজি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি