ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢেমশায় কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল ইসলামের ইফতার সামগ্রী বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সাতকানিয়ার ঢেমশায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান। 

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান রিদওয়ান উদ্দীনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম আসাদ, ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার এয়াকুব মিয়া, সহ-সভাপতি নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিপ্লব পালিত, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এস এম আজিজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তোফাজ্জল হোসাইন চৌধুরী তুহিন, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আক্তার কামাল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক নাসির, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল মিয়া, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মন্নান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আইয়ুব। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের স্বাস্থ্য ও সেবা বিষয়ক সম্পাদক মো. সালাউদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক উপ তথ্য ও সেবা বিষয়ক সম্পাদক আরফাতুল ইসলাম সাজ্জাদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মো. আলীসহ ঢেমশা ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি