ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পাঁচ কিলোমিটার যানজট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৩, ২১ এপ্রিল ২০২৩

ঈদুল ফিদরকে কেন্দ্র করে ঘরমুখো বিভিন্ন শ্রেণিপেশার যাত্রীদের চাপ বাড়ায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা দিয়েছে যানবাহনের ধীরগতি। এতে কালিয়াকৈর বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত পাঁচ কিলোমিটার ঢাকামুখী যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। 

কোথাও কোথাও থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

কয়েক লাখ শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একযোগে বাড়ি ফেরায় মহাসড়কে বাড়তি চাপের সৃষ্টি হয়। মানুষের পাশাপাশি যানবাহন কয়েকগুণ বেড়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলছে ধীরগতিতে। এ মহাসড়কের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত গাড়ি চলছে ধীরগতিতে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি ও যাত্রীদের ভিড় বাড়ায় কালিয়াকৈর বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত পাঁচ কিলোমিটার ঢাকামুখী যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। 

অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

সড়ক পরিস্থিতি স্বাভাবিক ও যানজট নিরসনে কাজ করছে মেট্রোপলিটন, হাইওয়ে ও জেলা পুলিশের সদস্যরা।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি