ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

ডা: এ কে এম ওয়াহীদি স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ২৭ এপ্রিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ২৫ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৩:৫৫, ২৫ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও চিকিৎসক ডা: এ কে এম ওয়াহীদির জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত স্মারকগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। 

আগামী ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পন্থিছিলা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকাল তিনটা থেকে শুরু হবে এ  অনুষ্ঠান। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ বিভাগের ডিন প্রফেসর ড. মো. ফসিউল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জাহাঙ্গীর। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অধ্যাপক উত্তম বড়ুয়া, সমাজ সেবক সালামতউল্ল্যাহ, চট্টগ্রাম ফিল্ড হসপিটালের সিইও ও চট্টগ্রাম মেডিক্যাল ইউনিভার্সিটির পরিচালক ডা: বিদ্যুৎ বড়ুয়া। এছাড়া সীতাকুণ্ডের বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। 

উল্লেখ্য, ডা: এ কে এম ওয়াহীদি পন্থিছিলা প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা। এছাড়া তিনি এলাকার সামাজিক ও শিক্ষার উন্নয়নে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন। 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি