ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০২, ২১ জুন ২০২৩

যশোরের শার্শায় সাপের কামড়ে সাহারা (১১) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সাহারা গোড়পাড়া গ্রামের নাসির উদ্দীন (টিপুর) মেয়ে এবং গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান। তিনি বলেন, কবিরাজের কাছে না নিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে গেলে মেয়েটি হয়তো বেঁচে যেত।

নিহত শাহারার বাবা নাসির উদ্দীন পেশায় একজন চাকরিজীবী। সেই সুবাদে তিনি ছেলে এবং স্ত্রীকে নিয়ে বেনাপোলে থাকেন। সাহারা পড়াশোনা করেন একারণে বাড়িতে তার দাদির কাছে থাকতেন।

সাহারার বাবা নাসির উদ্দীন বলেন, সোমবার দিবাগত রাতে সাহারা ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে হঠাৎ সাহারা তার দাদিকে বলে আমাকে যেন কিসে কামড়িয়েছে। তখন ঘর থেকে বের হয়ে লাইট জ্বালিয়ে দেখি ফ্রিজের পাশে একটি সাপ তখন আমরা নিশ্চিত হই সাপে কামড়িয়েছে। 

সঙ্গে সঙ্গে সাহারার বাবা সাপটি মেরে ফেলেন। তারপর দ্রুত কবিরাজ ডেকে আনেন এবং কবিরাজ ঝাড়ফুক করেন। তারপরও শাহারার অবস্থার অবনতি হলে কবিরাজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। 

মঙ্গলবার ভোর ৫টার দিকে সাহারাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সাহারাকে চিকিৎসা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরের দিকে সাহারা মারা যায়। 

সাহারার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি