ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৪, ১৬ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদ ও ফুট ওভারব্রিজ নির্মাণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা জানায়, গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী কলেজগেট এলাকায় বাস চাপাসহ সড়ক দুর্ঘটনা প্রায়ই প্রাণ হারাচ্ছেন শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ। 

এরই প্রতিবাদে সকাল সাড়ে ১১ টায় মহাসড়কে নেমে আসে টঙ্গী সরকারি কলেজ ও আশপাশের স্কুল শিক্ষার্থীরা। একপর্যায়ে মহাসড়কে অবরোধ করে তারা। 

পরে পুলিশ এসে দাবির পূরণের ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে প্রায় এক ঘন্টা পর তারা অবরোধ প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গত মঙ্গলবার বাস দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি