ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন আরমান সিদ্দিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ২৪ জুলাই ২০২৩ | আপডেট: ১৮:৩৪, ২৪ জুলাই ২০২৩

সমাজসেবায় বিশেষ অবদান ও অগ্রগামী চিন্তক হিসেবে সীতাকুণ্ডের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মহসিন-ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ) এর প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা আহমদ আরমান সিদ্দিকী কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ এর জন্যে মনোনীত হয়েছেন। 

আগামী ২৭ জুলাই সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি মর্যাদাপূর্ণ এ পুরস্কার গ্রহণ করবেন। প্রতিষ্ঠার এক বছরের মধ্যে এমএফজেএফ তিনটি আন্তর্জাতিক পুরস্কার লাভের অসামান্য গৌরব অর্জন করল।

সাংগঠনিক প্রতিভা ও নেতৃত্বের ক্যারিশমা থাকলে যে একটি সংগঠন স্বল্পসময়ে সাফল্যের ঈর্ষণীয় পর্যায়ে নেয়া যায়-তার উজ্জ্বল দৃষ্টান্ত এমএফজেএফ। সংগঠনটির মূল কারিগর হলেন রবি আজিয়াটার এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট আহমদ আরমান সিদ্দিকী। ব্যতিক্রমি নানান সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ সংগঠনটি এক বছরের মধ্যে তিনটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে।

এর আগে সমাজসেবায় বিশেষ অবদানের জন্যে এমএফজেএফ-মহাত্মা গান্ধি শান্তি পুরস্কার ও সাউথ এশিয়ান বিজনেস এন্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পাওয়ার গৌরব অর্জন করে।
কেআই// 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি