ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের জয়দেবপুর-ঢাকা সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮, ২ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের তিন সড়ক এলাকায় স্টাইলক্রাফট নামের একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা ঢাকা- জয়দেবপুর সড়ক অবরোধ করেছে। 

সড়ক অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পড়েছেন যাত্রীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

শ্রমিকদের অভিযোগ, গাজীপুর  শহরের তিন সড়ক এলাকায় অবস্থিত স্টাইলক্রাফট নামের একটি তৈরি পোশাক কারখানার মালিক পক্ষের কাছে জুন-জুলাই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পাওনা রয়েছে। বকেয়া বেতন-ভাতা নিয়ে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। 

এর প্রেক্ষিতে গত ২৬ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট তাদের বেতন পরিশোধ করার কথা। কিন্তু পাওনা আদায় না করে মালিক পক্ষ কারখানা বন্ধ করে নোটিশ টাঙিয়ে দেয়।  

বুধবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখতে পেয়ে আন্দোলনে নামেন। শ্রমিকরা বিক্ষোভ করে জয়দেবপুর -ঢাকা সড়ক অবরোধ করে রেখেছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি