ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৫, ৪ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইলে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কোনাবাড়ি মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ কেএম আশরাফ উদ্দিন । 

গাজীপুরের কাশিমপুর চক্রবর্তী এলাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী মাইক্রোবাসটি কোনাবাড়ীর বাইমাইল এলাকায় এলে হঠাৎ গাড়ির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পার্কিং করা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের শাহ আলম নামে এক আরোহী নিহত হন। 

গুরুতর আহত অবস্থায় জুয়েল রানা নামে একজনকে হাসপাতাল নেয়ার পর তার মৃত্যু হয়।এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। 

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি