ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

১৩ পরিবারের চলাচলের পথ বন্ধ করলো বনবিভাগ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৮, ২৩ নভেম্বর ২০২৩

মিরসরাইয়ে রিজার্ভ ফরেস্টে থাকায় ১৩ পরিবারের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে বনবিভাগ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মহামায়া ইকোপার্কের পাশে রিজার্ভ ফরেস্ট এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘ ২০ বছর ধরে পরিবার নিয়ে রিজার্ভ ফরেস্ট এলাকায় বসবাস করে আসছিলেন স্থানীয় ১৩ পরিবার। তারা সবাই এই এলাকার ভোটার। জায়গা জমি না থাকায় সন্তানদের নিয়ে কোনো রকম দিন যাপন করছেন ফরেস্ট এলাকায়। এখন চলাচলের একমাত্র পথটি বন্ধ করে দিচ্ছে বন বিভাগের লোকজন।

রিজার্ভ ফরেস্টে এলাকায় থাকা অসহায় পরিবারগুলো জানায়, খেয়ে না খেয়ে হাতের তৈরি জিনিসপত্র বানিয়ে কোনোরকম দিন যাপন করছেন তারা। কারো কারো সন্তান বিদ্যালয়ে পড়ালেখা করে। তাদের আয়ের তেমন উৎস নেই। চলাচলের পথ বন্ধ করে দিলে তাদের দুর্ভোগে পড়তে হবে।

এ বিষয়ে মিরসরাই বিটের রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, এটি রিজার্ভ ফরেস্টে এরিয়া। এখানে বসবাস করা অন্যায়। ফরেস্টের জায়গায় এই পরিবারগুলো বসবাস করে সরকারি কাজে বাধা দিচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি