ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন ২ যুবক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৭, ৫ ডিসেম্বর ২০২৩

টাঙ্গাইল জেলার ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আদনান সোহাগ (১৮) ও সবুজ মিয়া (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। 

সোমবার রাত ৮টার দিকে উপজেলার সাগরদিঘি ইউনিয়নের কামালপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আদনান সোহাগ সাগরদিঘি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে লক্ষিন্দর ইউনিয়নের ইন্দ্রা বাইদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে ও সবুজ মিয়া একই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলের দিকে তারা মোটরসাইকেল নিয়ে বেড়াতে যায়। পরে বাড়িতে ফেরার পথে কামালপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানের সাথে ধাক্কা লাগে। এ সময় চালকসহ মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। 

ঘটনাস্থলে ওই এসএসসি পরীক্ষার্থী প্রাণ হারায়। অপরদিকে মোটরসাইকেল চালক সবুজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি