ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

সীতাকুণ্ডকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়া হবে: আল মামুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ৪ জানুয়ারি ২০২৪

চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন বলেছেন, সীতাকুণ্ডকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়তে চাই এবং চন্দ্রনাথ ধামকে জাতীয় তীর্থ করার যাবতীয় উদ্যোগ গ্রহণ করা হবে। 

বুধবার সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়ামে (এল.কে.সিদ্দিকী স্কয়ার) ক নাগরিক সমাবেশে একথা বলেন তিনি।

এস এম আল মামুন বলেন, সীতাকুণ্ড ইকোপার্ক হতে চন্দ্রনাথ ধাম পর্যন্ত ক্যাবলকার চালু করা গেলে প্রতি বছর লক্ষ লক্ষ দেশ-বিদেশী তীর্থযাত্রী সীতাকুণ্ড আসবেন। পাশাপাশি সানসেট টাওয়ার ও গুলিয়াখালী বীচকে আধুনিকায়ন করা হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. ফসিউল আলম,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এইচআরএম বিভাগের প্রফেসর ড. মো. আফতাব উদ্দীন চেয়ারম্যান, চবি’র উদ্ভিদদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক (রাসেল), সীতাকুণ্ড পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা বদিউল আলম উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাশেম, চেয়ারম্যান, সীতাকুণ্ড হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্ট।
 
উক্ত অনুষ্ঠানে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, এ কে এম মছিউদদৌলা, খোরশেদ আলম, রাজু কামাল চৌধুরী, মাস্টার হাবিব উল্লাহ, বিমল চন্দ্র নাথ, এড. ভবতোষ নাথ, ননী গোপাল দেবনাথ, প্রার্থীর বড়বোন সেলিনা আক্তার নিলু, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, কাউন্সিলর শফিউল আলম মুরাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবদুস সামাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, বর্তমান সভাপতি শিহাব উদ্দিন প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি